সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

ইসলামী ছাত্রমজলিসের দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালা সমাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া এর সভপতিত্বে ও  সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মাহদী হাসানের পরিচালনায় সমাপ্ত হয়েছে।

আজ (১১ অক্টোবর) অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলদের খেলাফত প্রতিষ্ঠার জন্য যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। একজন ভালো ছাত্র ও চরিত্রবান হতে হবে। খেলাফত প্রতিষ্ঠার কাজকে নিজেদের মিশন ও ভিশনে পরিণত করতে হবে। ভালো ছাত্র ও আদর্শবান হিসেবে গড়তে পারলে সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে দুই দিনব্যাপী কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, দৈনিক নয়াদিগন্তের সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি নুর মোহাম্মদ আজিজী, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুর রহীম সাঈদ।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল আজীজ, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা শরীফুজ্জামান জসিম, মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী,  ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরে আলম সিদ্দিক, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আশিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবু বকর মুন্না,স্কুল ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক এহসানে রাব্বি মইন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ