বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ন্যায় ও ইনসাফ  প্রতিষ্ঠায় যুব সমাজকে যোগ্য নেতৃত্ব  গড়ে তুলতে হবে: যুব জমিয়ত         

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা তাফহিমুল হক বলেছেন, আজকের দিনের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। ইসলামের সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যুব সমাজই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন -সংগ্রাম সহ জাতির যেকোন ক্রান্তিকালে যুব সমাজ থেকেছে আপোষহীন।তাই ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজকে যোগ্য নেতৃত্ব  তুলতে হবে।

গতকাল (১০ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে যুব জমিয়ত সিলেট জেলা উত্তর,দক্ষিণ ও মহানগর শাখার যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে জেলা উত্তর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসুম আল মাহদি ও মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখছেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি ইসহাক কামাল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির উদ্দীন, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সাবেক কেন্দ্রীয় নেতা মাওলনা ফয়সল আহমদ,জেলা উত্তর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সালেহ আহমদ, মহানগর সিনিয়র সহসভাপতি মাওলানা আসাদ উদ্দীন,মাওলানা আলী আবেদীন,মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, দক্ষিণ জেলা সাধারণ মুহাম্মাদ মনসুর আহমদ, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রমূখ।

সভায় আগামী ২৪ অক্টোবর ঢাকায় যুব জমিয়তের কেন্দ্রীয় কর্মী সম্মেলনে সিলেটের যুব জমিয়তের কর্মীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ