মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে হেফাজতে ইসলামের অভিনন্দন বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অভিনন্দন জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, স্বৈর-ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সবচে নিপীড়িত মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। অবর্ণনীয় জেল-জুলুমের মধ্য দিয়ে তাকে দেশত্যাগে বাধ্য করেছিল শেখ হাসিনা। নতুন এই স্বাধীন বাংলাদেশে তার পদার্পণে আমরা অত্যন্ত আনন্দিত।  

তারা আরো বলেন, ২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলন-সংগ্রামকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে ঈমানদীপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকার অগ্রণী ভূমিকা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। এছাড়া দেশপ্রেমিক জনতার কাছে শাহবাগী ফ্যাসিজমের স্বরূপ উন্মোচনে তার পত্রিকা সাহসী সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। এদেশে ফ্যাসিবাদবিরোধী সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে তার লড়াকু ভূমিকা যুগে যুগে আমাদের প্রেরণা জোগাবে বলে আমরা বিশ্বাস করি।

 

নেতৃবৃন্দ বলেন, মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকার আবেদন ও প্রয়োজন কখনো ফুরোবে না। ইসলামবিদ্বেষী সেক্যুলার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পত্রিকাটির শূন্যতা আমরা এখনো অনুভব করি। দেশপ্রেমিক জনগণ পত্রিকাটি আবারও হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা আশা করি, জাতির গর্ব মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকা অতিসত্বর পুনরায় চালু হবে এবং দেশপ্রেমিক জনগণের কণ্ঠস্বর হয়ে বীরদর্পে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ