সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে হেফাজতে ইসলামের অভিনন্দন বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অভিনন্দন জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, স্বৈর-ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সবচে নিপীড়িত মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। অবর্ণনীয় জেল-জুলুমের মধ্য দিয়ে তাকে দেশত্যাগে বাধ্য করেছিল শেখ হাসিনা। নতুন এই স্বাধীন বাংলাদেশে তার পদার্পণে আমরা অত্যন্ত আনন্দিত।  

তারা আরো বলেন, ২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলন-সংগ্রামকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে ঈমানদীপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকার অগ্রণী ভূমিকা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। এছাড়া দেশপ্রেমিক জনতার কাছে শাহবাগী ফ্যাসিজমের স্বরূপ উন্মোচনে তার পত্রিকা সাহসী সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। এদেশে ফ্যাসিবাদবিরোধী সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে তার লড়াকু ভূমিকা যুগে যুগে আমাদের প্রেরণা জোগাবে বলে আমরা বিশ্বাস করি।

 

নেতৃবৃন্দ বলেন, মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকার আবেদন ও প্রয়োজন কখনো ফুরোবে না। ইসলামবিদ্বেষী সেক্যুলার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পত্রিকাটির শূন্যতা আমরা এখনো অনুভব করি। দেশপ্রেমিক জনগণ পত্রিকাটি আবারও হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা আশা করি, জাতির গর্ব মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকা অতিসত্বর পুনরায় চালু হবে এবং দেশপ্রেমিক জনগণের কণ্ঠস্বর হয়ে বীরদর্পে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ