রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা

হাদির জানাজায় ইসলামি দলের যেসব নেতা অংশ নিলেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ লাখ লাখ মুসল্লি অংশ নেন। জানাজায় ইসলামি দলগুলোর শীর্ষ নেতাদের অনেকেই অংশ নেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

ইসলামী দলের কোন কোন নেতা জানাজায় অংশ নিয়েছেন দলগুলোর ফেসবুক পেইজ থেকে তাদের তালিকা নিচে তুলে ধরা হলো-

জামায়াতে ইসলামী: দলটির আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন এবং মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

বাংলাদেশ খেলাফত মজলিস: দলের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

খেলাফত মজলিস: দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

জমিয়তে উলামায়ে ইসলাম: দলের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী ও মাওলানা ইমরানুল বারী সিরাজীকে জানাজায় অংশগ্রহণ করতে দেখা গেছে।

খেলাফত আন্দোলন: দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ