সোমবার, ২১ জুলাই ২০২৫ ।। ৬ শ্রাবণ ১৪৩২ ।। ২৬ মহর্‌রম ১৪৪৭


মসজিদে মসজিদে জুলাই শহীদদের জন্য দোয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর এই দোয়া ও মোনাজাত করা হয়।

বায়তুল মোকাররমের এ কর্মসূচির আহ্বান জানিয়েছিল ওলামা দল। এর আগে গত বুধবার (১৬ জুলাই শহীদ দিবস) উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। ওইদিনও গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করেছিল ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব তার মোজানাতে দেশবাসী ও বিশ্ববাসীর পাশাপাশি একটি অংশ জুড়ে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ব্যক্তিদের সুস্থতার জন্য দোয়া করেন। মোনাজাতে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের প্রতিটি মসজিদে একইভাবে দোয়া করেন খতিবরা। মুসল্লিরাও স্বাচ্ছন্দে অংশ নেন এবং প্রাণে খুলে তারা দোয়া করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ