মায়ের মানত পূরণ করতে একে একে সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই আলোচিত রবিজুল ইসলামকে (৪০) এবার মানবপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। রবিবার (২০ জুলাই) কুষ্টিয়ার খোকসা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিজুল কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়া এলাকার আয়নাল মণ্ডলের ছেলে। তিনি আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান জানান, মানবপাচার মামলায় কুষ্টিয়ার আলোচিত রবিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইবি থানায় চারটিসহ কুষ্টিয়া সদর এবং মিরপুর থানায় ১০/১২টি মামলা রয়েছে। রবিজুল আন্তর্জাতিক মানবপাচার চক্রের একজন সদস্য।
উল্লেখ্য, ২০২৩ সালের দিকে সাত বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন কুষ্টিয়ার রবিজুল। সে সময় স্ত্রীরা মিলেমিশে থাকতেন একই বাড়িতে। মায়ের মানত পূরণ করতেই সাতটি বিয়ে করেছিলেন বলে জানিয়েছিলেন তিনি।
রবিজুল ইসলাম ১৫ বছর লিবিয়ায় ছিলেন। লিবিয়ায় থাকার সময় ১৯৯৯ সালে করেন প্রথম বিয়ে। এরপর একে একে করেন আরও ছয় বিয়ে।
এনএইচ/