মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

টাঙ্গাইল জেলা নেতাদের সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুদৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা হেফাজতের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা রোববার (২০ জুলাই) বাদ আছর থেকে এশার নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বারিধারায় আয়োজিত এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল—টাঙ্গাইল জেলা হেফাজতের কমিটি পুনর্গঠন ও কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রোগ্রাম বাস্তবায়নের পাশাপাশি জেলাটিকে একটি আদর্শ সাংগঠনিক মডেল হিসেবে গড়ে তোলার বাস্তব পদক্ষেপ গ্রহণ।

সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ কেন্দ্রীয় নেতারা।

সভায় নেতারা টাঙ্গাইল জেলার হেফাজত নেতাদের উদ্দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি জোর আহ্বান জানান। বিশেষত টাঙ্গাইল জেলার উলামায়ে কেরামের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ব্যক্তিগত মতভেদ নিরসনের লক্ষ্যে আজকের আলোচনাকে কেন্দ্র করে বিরাট অগ্রগতি অর্জিত হয়।

দুপুরে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রতিনিধিত্বকারী প্রায় ১৭০ জন শীর্ষস্থানীয় আলেমের একটি বিশাল কাফেলা বারিধারায় পৌঁছালে, কেন্দ্রীয় নেতারা তাদের আন্তরিকতার সঙ্গে অভ্যর্থনা জানান। আলোচনা শুরু হওয়ার আগে অতিথিদের মধ্যাহ্নভোজ করানো হয়।

পরে কেন্দ্রীয় নেতারা আলোচনার মাধ্যমে স্থানীয় মতবিরোধগুলোর একটি পরিপূর্ণ, দিকনির্দেশনামূলক ও নিরপেক্ষ সমাধান প্রদান করেন, যা উভয়পক্ষ সন্তুষ্টচিত্তে গ্রহণ করেন। আলোচনার সফল সমাপ্তির পর অতিথিদের সম্মানে জামিয়া মাদানিয়া বারিধারার পক্ষ থেকে রাতের খাবার পরিবেশন করা হয়।

রাতেই উলামায়ে কেরামের বহর সম্মিলিতভাবে টাঙ্গাইলের উদ্দেশে বারিধারা ত্যাগ করেন।

এই মতবিনিময় সভাকে ঘিরে টাঙ্গাইলসহ সারাদেশের উলামায়ে কেরামের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় হেফাজতের সাংগঠনিক কার্যক্রম নতুন গতিপ্রবাহ লাভ করবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ