মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

ঈদযাত্রার প্রথম দিনেই বিলম্ব করলো ২ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় চলা ট্রেনগুলোর মধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুটি ট্রেন দীর্ঘ বিলম্বের শিকার হয়েছে। ট্রেন দুটি হলো– কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস (৭৩৭) ও লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস (৮০৯)। এছাড়া বাকি ট্রেনগুলো কিছুটা বিলম্ব ছাড়ছে।

সোমবার (২৪ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস সকাল ৭টা ১৫ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ৭টা ৫৫ মিনিটে স্টেশন ছাড়ে। বুড়িমারী এক্সপ্রেস সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ২ ঘণ্টা বিলম্বের সকাল ১০টায় ঢাকা ছেড়ে যায়।

এ ছাড়া জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ২৫ মিনিট বিলম্বে ছেড়ে যায়। একতা এক্সপ্রেস সকাল ১০টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সাড়ে ১০টার পরে ছেড়ে যায়।

এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিন সংকটের কারণে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে। লালমনিরহাট থেকে ঢাকায় আসা বুড়িমারী এক্সপ্রেসের ইঞ্জিনটি রেকে কানেক্ট করতে হয়েছে। এতে সময় লেগেছে। আর ইঞ্জিন রিপ্লেসমেন্টে সময় লেগেছে এগারোসিন্দুরের।

এদিকে টিকিটবিহীন যাত্রী ঠেকাতে রেলওয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিলেও তা ছিলো অনেকটা শিথিল। সকালে কিছু সময় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জিআরপি পুলিশ সদস্যদের দেখা যায়। তবে কিছু সময় পর স্টেশনের প্রবেশপথে তাদের সংখ্যা কমতে থাকে। যাত্রীদের টিকিট চেকিংও ঢিলেঢালাভাবে করতে দেখা যায় এসময়।
এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, আমি প্রবেশপথে ছিলাম। চেকিং ভালোভাবে হচ্ছে। যখন যাত্রী কম থাকে তখন লোকবল কম থাকতে পারে। আমরা ভালোভাবে চেকিং করার ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, আজ ঢাকা থেকে ৪৩টি আন্তঃনগর এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ছেড়ে যাবে। সবমিলিয়ে আজ ৫৫ হাজার যাত্রী ঈদযাত্রায় রেলপথে বাড়ি ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ