বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে। মঙ্গলবার (১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। এ খবরটি প্রকাশিত হয়েছে আনাদোলু এজেন্সিতে।

হোয়াইট হাউস ত্যাগ করার আগে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার সময় ট্রাম্প বলেন, “আমরা আশা করছি, যুদ্ধবিরতি হবে, এবং আমাদের প্রত্যাশা- এটি আগামী সপ্তাহে যেকোনো দিন বাস্তবায়িত হবে।”

তিনি আরও জানান, আগামী সপ্তাহে তিনি ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা এবং ইরান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন।

ট্রাম্প বলেন, “তিনি (বেঞ্জামিন নেতানিয়াহু) এখানে আসছেন এবং আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে, ইরানে হামলায় আমরা যে সাফল্য পেয়েছি, সেই বিষয়টি এবং গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।”

নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর নিশ্চিত করার পরই ট্রাম্প এসব কথা বলেন।

মন্ত্রিসভার বৈঠকের আগে এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, “আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য আমি যুক্তরাষ্ট্রে রওনা দেব।”

তিনি আরও বলেন, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও বৈঠক করবেন।

নেতানিয়াহু জানান, বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকে চূড়ান্ত করা প্রয়োজন। তিনি বলেন, “কংগ্রেস ও সিনেট নেতাদের সঙ্গে বৈঠক এবং নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হবে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তবে সেগুলোর বিস্তারিত এখনই জানানো সম্ভব নয়।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ