সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না: ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই স্মরণ কর্মসূচির প্রশংসা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, “আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।”

মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফারুকী লিখেছেন, গতরাতে শহীদ মিনারে ‘জুলাই স্মরণ’ কর্মসূচির মাধ্যমে যে আয়োজনের সূচনা হয়েছে, তা ছিল অত্যন্ত মানসম্পন্ন ও প্রশংসনীয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চিন্তাশীল নেতাদের অভিনন্দন জানান এই ব্যতিক্রমী আয়োজনের জন্য।

তিনি বলেন, “বিএনপির চিন্তাশীল নেতারা গতরাতে শহীদ মিনারে যে অনন্য উদ্যোগ নিয়েছেন, তার জন্য তারা বড় ধরনের অভিনন্দনের দাবিদার। আমি নিশ্চিত, অন্য অংশীদাররাও তাদের কর্মপরিকল্পনা ঠিক করে ফেলেছেন। জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং গত বছরের মতো সবাইকে একত্রিত করে। আমরা যদি এক থাকি, আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।”

ফারুকী আরও জানান, “জাতীয় স্মরণপঞ্জি আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাই— শুধু জাতীয় পর্যায়ের কর্মসূচিতে নয়, বরং সব অংশীদারদের আয়োজিত অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে।”

ফেসবুক পোস্টে সংগীত নিয়ে আলাদাভাবে মন্তব্য করেন তিনি। ফারুকী লেখেন, “ধন্যবাদ ‘দ্য রেড জুলাই’কে, আমাদের প্রিয় ‘জুলাই’ গানটি ভিডিওতে ব্যবহারের জন্য। গত বছর এই গানটি নতুন এক তাৎপর্য পেয়েছে। আর অর্ক মুখার্জীর কণ্ঠে গাওয়া সংস্করণটি ছিল একেবারেই অসাধারণ।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ