বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৪ এর জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে দেশব্যাপী একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১ জুলাই)  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের সম্মুখ সমরে অংশ নেয়া সংগঠন। সারা দেশের ছাত্রসমাজ ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামে। শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানালেও সরকার আন্দোলন দমন করতে চরম দমন-পীড়নের পথ বেছে নেয়। ফলে বহু নেতাকর্মী শহীদ হন, আহত হন, অনেকে গ্রেপ্তার হন । আজও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন, কেউ কেউ হয়রানিমূলক মামলার মুখোমুখি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে-এই ত্যাগ, সাহস ও সংগ্রাম আমাদের প্রেরণার উৎস। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। এই বিশ্বাস থেকেই শহীদদের স্মরণে এবং আন্দোলনের গৌরবগাঁথা চিরস্মরণীয় করে রাখতে সংগঠনটি জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে  কর্মসূচি ঘোষণা করেছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর দেশব্যাপী কর্মসূচি: 

১. খতমে কুরআন , আলোচনা সভা ও দোয়া মাহফিল
২. শহীদদের কবর জিয়ারত ও তাঁদের পরিবারের সাথে সাক্ষাৎ

স্মৃতিচারণমূলক আয়োজন:
৩. জুলাই স্মৃতিচারণ (জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা অনলাইনে প্রচার)
৪. জুলাই অভ্যুত্থানে নিজ শাখার অবদান তুলে ধরে ডকুমেন্টারি প্রচার

সম্মাননা ও সংবর্ধনা:
৫. জুলাই সংবর্ধনা - শহীদ পরিবার, আহত, ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান

প্রচার ও উপস্থাপনা:
৬. উন্মুক্ত স্থানে জুলাই আন্দোলন এর ডকুমেন্টারি প্রদর্শনী
৭. বিভিন্ন সড়ক ও স্থাপনা শহীদদের নামে নামকরণ, শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ।
৮.‘ভয় নয়, প্রতিবাদই মুক্তির পথ’ প্রতিপাদ্যে জুলাই সনদ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল

শিক্ষা ও সচেতনতা:
৯. জুলাই অভ্যুত্থানের স্মৃতি স্বারক “পেরিয়ে রক্তভেজা পথ” জেলা ও থানার প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্টজনদের কাছে বিতরণ
১০. ‘জুলাই সংগ্রাম; মুক্তির নয়া মাইলফলক’ বা ‘জুলাইয়ের শিক্ষা; নীরবতা মানে গোলামী’ শীর্ষক রচনা, প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতা
১১. ‘জুলাই বাঁচলে বাঁচবে জাতি’ প্রতিপাদ্যে
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অবদান শীর্ষক আলোচনা সভা
১২. উপরোক্ত শিরোনামে ক্যাম্পাসে আলোচনা সভা, সেমিনার এবং র‍্যালি আয়োজন

সামাজিক ও মানবিক উদ্যোগ:
১৩. পথশিশুদের মাঝে খাবার বিতরণ
১৪. সাংস্কৃতিক অনুষ্ঠান
১৫. রক্তদান কর্মসূচি আয়োজন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ