মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে কুয়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অভিবাসী কল্যাণসহ বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদাহ।

রবিবার(৯ মার্চ ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দৃঢ় ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বৃহত্তর সহযোগিতার ওপর জোর দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, কুয়েত এবং বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু।

এখানে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে এবং হালাল খাদ্যের জন্য বাংলাদেশ একটি দুর্দান্ত ক্ষেত্র হতে পারে। আমি আপনাকে এই উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় প্রধান উপদেষ্টা কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগের পাশাপাশি ৭-৯ এপ্রিল ঢাকায় আসন্ন বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা বলেন, শীর্ষ সম্মেলনে কুয়েত থেকে বিনিয়োগকারীদের আমাদের দেশে আনুন।

বৈঠকে কুয়েতের রাষ্ট্রদূত হামাদাহ দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরাও বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য আগ্রহী।

এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি সম্প্রসারণের বিষয়ে উভয়পক্ষের আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা কুয়েতকে বাংলাদেশে যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগারে বিনিয়োগের আমন্ত্রণ জানান এবং তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটিকে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতার আহ্বান জানান। এবং বৈঠকে তিনি কুয়েতে বাংলাদেশি কর্মীদের, বিশেষ করে নারী কর্মীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে জোর দেন।

প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতার কথাও স্বীকার করেন এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করেন।

 প্রধান উপদেষ্টা ও কুয়েতের রাষ্ট্রদূত অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরো গভীর করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ