রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জমিয়ত আজ যা বলে কালও তাই বলে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিএনপিও আ.লীগের মতো হত্যার রাজত্ব কায়েম করেছে: নুর বিএনপিকে ‘চাঁদাবাজি ও খুনাখুনির’ রাজনীতি বন্ধ করতে বলল হেফাজত পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ‘চাঁদাবাজিতে আতঙ্কগ্রস্ত জাতি, আইনের শাসন প্রতিষ্ঠায় আমূল সংস্কার প্রয়োজন’ মিডফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: শায়খে চরমোনাই গাজায় ইসরায়েলি ব্যর্থতা ও প্রতিরোধ আন্দোলনের কৌশলগত উত্থান জুলাই যোদ্ধাদের ‘জাতীয় বীর’ উপাধি দিতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই হবে না’

জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অটুট থাকবে: বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

জাপানি সহায়তায় চলা প্রকল্পগুলো বন্ধ হবে না বলে আশ্বাস দেয়া হয়েছে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা জানান, জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়তে যাওয়া থামবে না। অর্থ ও কারিগরি সহযোগিতা বাড়াতে আহ্বান জানানো হয়েছে দেশটিকে।

উপদেষ্টা বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতেও তাদের আহ্বান জানানো হয়েছে।

দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি অটুট থাকবে।

ড. সালেহউদ্দিন বলেন, জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে স্থিতিশীলতা আসছে বলে সন্তুষ্ট। তারা মনে করে উপদেষ্টা পরিষদ দক্ষ। জাপানের সহযোগিতা নিয়ে কোনো দ্বিধা নেই।

তিনি বলেন, চলমান সব সহায়তা অব্যাহত থাকবে বলছে জাপানের রাষ্ট্রদূত। জাপান দ্বিপাক্ষিক সহযোগী দেশ হিসেবে সর্ববৃহৎ দেশ। চলমান সব প্রকল্প চলবে। স্থবির থাকা প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। ওরা চাচ্ছে ব্যবসার পরিবেশ সংস্কার। সেটা করা হবে বলে তাদের বলেছি।

তিনি আরও বলেন, আগামীতে আরও কিছু দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এখন বাংলাদেশের স্ট্যাবিলিটি ফিরে এসেছে তাদের বলেছি। এই সরকারের বিষয়ে সন্তুষ্টি জানিয়েছে। প্রয়োজন শিক্ষা এ স্বাস্থ্যের বিষয়ে সহায়তা করতে প্রস্তাব দিয়েছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ