রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭


গবেষণায় স্কলারশিপ দেবে ইফা, প্রাধান্য পাবে কওমিপড়ুয়ারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অফ গভর্নরস দেশীয়র পাশাপাশি  বিদেশি বিশ্ববিদ্যালয়ে ইসলাম ও জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার সমন্বয়ে গবেষণার জন্য স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। 

এ উদ্দেশ্যে গঠিত কমিটির দ্বিতীয় সভায় স্কলারশিপ নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর আগারগাঁওয়ে ইফার প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সভা আয়োজিত হয়। 

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভিসি প্রফেসর ড নকিব মুহাম্মদ নসরুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সাবেক জেলা ও দায়েরা জজ আ ছালাম খান, বাংলাদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড মো নূরল হক মিয়া, বেফাকুল মাদারিসের মহাসচিব মুফতী মাহফুজুল হক, সাবেক সচিব ড শরীফুল আলম, সাবেক সচিব ড ফজলে রাব্বী সাদেক আহমাদ, ইফা গবেষণা বিভাগের পক্ষ থেকে মুহাম্মদ রফিকুল ইসলাম ও ড ওয়ালীউর রহমান খান প্রমূখ উপস্থিত ছিলেন।  

স্কলারশিপ প্রদান চালু হলে বাংলাদেশি মুসলিম গবেষকগণ সৌদি আরব, পাকিস্তান, তুর্কী, মিসর, ব্রুনাই, ভারত, কাতার, আবুধাবি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর যেসব বিশ্ব বিদ্যালয়ে ইসলাম সম্পর্কিত বিষয়ে এমফিল পিএইচডি করার সুযোগ রয়েছে সেগুলোতে ভর্তির ডকুমেন্টসসহ আবেদন করে মনোনীত হলে গবেষণা কর্মটি সম্পাদনের জন্য ফেলোশিপ পাবেন।

আবেদনকালে এমফিল ও পিএইচডি এর ক্ষেত্রে বয়স সীমা যথাক্রমে অনূর্ধ্ব ৩০ ও ৩৫ নির্ধারণ করা হয়েছে। 

এই স্কলারশিপ প্রদানে কওমি ধারায় ডিগ্রিপ্রাপ্তদের প্রাধান্য দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। যারা সরাসরি বা আলিয়া কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মাধ্যমে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে এমফিল বা পিএইচডি স্তরে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ