বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি আফতাবনগর মাদরাসায় সিরাতুন্নবী সা. মাহফিল কাল প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ আলোকিত সাইকেল পথ: পরিবেশবান্ধব প্রযুক্তিতে পোল্যান্ডের অনন্য উদ্যোগ ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার দাবি প্রেশার কখন মাপা উত্তম: স্বাস্থ্য সচেতনতায় সঠিক সময়ের গুরুত্ব ‘তরুণদের মধ্যে প্রবীণদের উপেক্ষার প্রবণতাটা খারাপ’  নওমুসলিমের হৃদয়ছোঁয়া গল্প : আলোকের পথে আত্মিক যাত্রা (প্রথম পর্ব) মরচে পড়া লোহা ও টিটেনাস: আতঙ্কের কারণ কী? আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ  স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নজরুলের ইসলামি চেতনার পাঁচটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চলে যাওয়ার দিন আজ। বুধবার (২৭ আগস্ট) তাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র এই দিনে (১৯৭৬ সালের ২৯ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কবি।

কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক ছিলেন।

অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। অন্যায়, অবিচারের বিরুদ্ধে লেখার জন্য তখনকার ইংরেজ সরকার তার বেশ কয়েকটি বই বাজেয়াপ্ত করেছিল। বাজেয়াপ্ত করেছিল তার সম্পাদিত পত্রিকা। মুসলিম সমাজকে উদ্দীপ্ত করার জন্য লিখেছেন অসংখ্য ইসলামি কবিতা। সেখানে ফুটে উঠেছে ইসলামি চেতনা। এমনই পাঁচটি ইসলামি কবিতা এখানে তুলে ধরা হলো-

এক আল্লাহ জিন্দাবাদ

উহারা করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;

আমরা বলিব, সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ।

উহারা চাহুক সঙ্কীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,

আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক প্রেম অভেদ।

উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদী দর্জা চাই;

নিত্য মৃত্যু-ভীত ওয়া, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই।

নয়া যমানা

বাজিছে দামামা বাঁধরে আমামা

শির উঁচু করি মুসলমান।

দাওয়াত এসেছে নয়া যমানার

ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান।

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ

হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ।

দিলাম তোমার চরণ-তলে হৃদয় -জায়নামাজ।

আমি গুনাহগার বে-খবর,

নামাজ পড়ার ন্ই অবসর।

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই

যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্তে পাই।।

আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,

পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।

আজাদ

কোথা সে আজাদ? কোথা সে পূর্ণ মুক্ত মুসলমান?

আল্লাহ ছাড়া করে না কারেও ভয়, কোথা সেই প্রাণ?

কোথা সে ‘আরিফ’, কোথা সে ইমাম, কোথা শক্তিধর?

মুক্ত যাহার বাণী শুনি’ কাঁপে ত্রিভুবন থরথর!

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ