মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যশোর-৫ আসনে মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের ছাড় পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল প্রতিদিন কাঠবাদাম খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা আমির হামজার সঙ্গে নির্বাচনি লড়াইয়ে বিএনপির জাকির হোসেন মসজিদ পরিচালনার নতুন অ্যাপ মাসাজিদ হাসনাত-সারজিস-আখতার-নাসীরের আসনে বিএনপির প্রার্থী যারা জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে স্মারকলিপি সুদান সংঘাত: নেপথ্যে আমিরাত-ইসরায়েল? ‘মতানৈক্য থাকতে পারে, কিন্তু মতবিরোধ যেন না হয়’, দেশে ফিরে জামায়াত আমির ইবনে শাইখুল হাদিসের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি, নেপথ্যে কী? ধানের শীষের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়লেন বিএনপির প্রভাবশালী নেতারা!

পাকা তাল: শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও অনন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

পাকা তাল আমাদের দেশের একটি পরিচিত মৌসুমি ফল। সুগন্ধযুক্ত, মিষ্টি ও সোনালি রঙের এই ফলটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও অনন্য। গ্রামীণ সমাজে তাল দিয়ে পিঠা, পায়েস, বড়া ও নানা ধরনের খাদ্য প্রস্তুত হয়। তবে অনেকেই জানেন না, পাকা তালের রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা।

১. দেহ শীতল রাখে 

পাকা তালে প্রাকৃতিকভাবে শরীর ঠান্ডা রাখার উপাদান রয়েছে। গরমের দিনে এটি খেলে শরীরের অতিরিক্ত উত্তাপ কমে এবং স্বস্তি পাওয়া যায়।

২. পানিশূন্যতা রোধে সহায়ক  

তালে রয়েছে প্রাকৃতিক শর্করা ও খনিজ, যা শরীরের পানিশূন্যতা পূরণে সাহায্য করে।

৩. হজমে সহায়তা করে 

তালে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পেট পরিষ্কার রাখতে এটি অত্যন্ত কার্যকর।

৪. চর্মরোগে উপকারী 

পাকা তাল চুলকানি ও চর্মরোগে উপকারী। কেউ কেউ তাল সেদ্ধ করে তার রস ব্যবহার করে ত্বকের সমস্যা নিরাময় করেন।

৫. শক্তি ও পুষ্টি যোগায় 

তাল শক্তিবর্ধক একটি ফল। এতে থাকা কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি ত্বরিত শক্তি জোগাতে সাহায্য করে।

৬. ডায়াবেটিক রোগীদের জন্য উপযোগী নয় 

তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত, কারণ এতে চিনি বেশি থাকে।

প্রাকৃতিক পুষ্টিতে ভরপুর এই ফলটি শুধু স্বাদের জন্য নয়, শরীরের নানা উপকারের জন্যও নিয়মিত খাদ্যতালিকায় রাখা যেতে পারে মৌসুমি সময়ে। তবে সবসময় পরিষ্কার ও স্বাস্থ্যসম্মতভাবে গ্রহণ করা উচিত্।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ