মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রতিদিন কাঠবাদাম খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা আমির হামজার সঙ্গে নির্বাচনি লড়াইয়ে বিএনপির জাকির হোসেন মসজিদ পরিচালনার নতুন অ্যাপ মাসাজিদ হাসনাত-সারজিস-আখতার-নাসীরের আসনে বিএনপির প্রার্থী যারা জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে স্মারকলিপি সুদান সংঘাত: নেপথ্যে আমিরাত-ইসরায়েল? ‘মতানৈক্য থাকতে পারে, কিন্তু মতবিরোধ যেন না হয়’, দেশে ফিরে জামায়াত আমির ইবনে শাইখুল হাদিসের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি, নেপথ্যে কী? ধানের শীষের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়লেন বিএনপির প্রভাবশালী নেতারা! ইসরায়েলপ্রীতি ছাড়লেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সম্ভব: খামেনি

ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন ৭ গন্তব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল আজহার ছুটিকে ঘিরে অনেকেই খুঁজছেন একটু প্রশান্তির নীড়—পরিবার-পরিজন নিয়ে ঘোরাঘুরি, নতুন জায়গা দেখা, কিংবা প্রাকৃতিক সৌন্দর্যে সময় কাটানোর সুযোগ। ঈদের এই সময়টাতে দেশেই রয়েছে ঘুরে দেখার মতো অসংখ্য দৃষ্টিনন্দন ও মন ভালো করা গন্তব্য। নিচে ঈদের ছুটিতে ঘুরে আসার মতো সাতটি চমৎকার জায়গা তুলে ধরা হলো—

 

১. সাজেক ভ্যালি, রাঙামাটি

মেঘের রাজ্য সাজেক যেন এক টুকরো স্বর্গ। পাহাড়, মেঘ আর সবুজে মোড়ানো সাজেক ভ্যালি পরিবারসহ ঘোরার জন্য আদর্শ। হ্যালিপ্যাডে সূর্যোদয় আর কংলাক পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত ভ্রমণপিপাসুদের হৃদয় জয় করে।

২. সেন্ট মার্টিন্স দ্বীপ, কক্সবাজার

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন্স নিঃসন্দেহে ঈদের ছুটিতে এক অন্যরকম অভিজ্ঞতা দিতে পারে। নীল জলরাশি, শান্ত পরিবেশ আর সুস্বাদু সামুদ্রিক খাবার—সব মিলে দারুণ একটি গন্তব্য।

৩. সুন্দরবন, খুলনা

বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন হলো প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ ভ্রমণ স্থান। রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, কুমিরসহ নানা বন্যপ্রাণী দেখার সুযোগ মিলবে এখানে। ঈদের ছুটিতে পরিবার নিয়ে নৌভ্রমণ উপভোগ করতে পারেন সুন্দরবনের গভীরে।

৪. সিলেট ও জাফলং

সবুজ পাহাড়, ঝরনা আর চা-বাগানের শহর সিলেট ঈদ উদযাপনের সঙ্গে সঙ্গে মানসিক প্রশান্তিও এনে দেয়। জাফলংয়ে পাথর নদী ও মেঘালয়ের দৃশ্যপট মুগ্ধ করবে আপনাকে।

৫. মহাস্থানগড় ও পাহাড়পুর, বগুড়া

ইতিহাসপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য হতে পারে বগুড়ার মহাস্থানগড় আর পাহাড়পুর বৌদ্ধ বিহার। এই ঈদে ইতিহাস ও ঐতিহ্যের মাঝে হারিয়ে যেতে পারেন স্বজনদের সঙ্গে।

৬. নিলাচল ও নীলগিরি, বান্দরবান

বান্দরবানের নীলাচল আর নীলগিরিতে দাঁড়িয়ে মেঘের রাজ্যে ডুবে যাওয়ার অনুভূতি সত্যিই অনন্য। ঈদের ছুটিতে পাহাড় আর প্রকৃতির নিঃশব্দতায় কাটিয়ে আসুন স্মরণীয় সময়।

৭. পানাম নগর, নারায়ণগঞ্জ

যাদের হাতে সময় কম, তারা ঢাকার আশেপাশে খুঁজে নিতে পারেন ঐতিহাসিক স্থান। পানাম নগরের প্রাচীন বাড়ি আর নিঃসঙ্গ রাস্তাগুলো এক অনন্য অভিজ্ঞতা দেবে। একদিনের ট্যুরের জন্য আদর্শ।

সতর্কতা ও পরামর্শ:

ভ্রমণের সময় আবহাওয়ার পূর্বাভাস দেখে পরিকল্পনা করুন। ভিড় এড়াতে আগে থেকে বুকিং করে রাখা ভালো। নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। মনে রাখবেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে পারেন একটি সুন্দর ভ্রমণে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ