মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমির হামজার সঙ্গে নির্বাচনি লড়াইয়ে বিএনপির জাকির হোসেন মসজিদ পরিচালনার নতুন অ্যাপ মাসাজিদ হাসনাত-সারজিস-আখতার-নাসীরের আসনে বিএনপির প্রার্থী যারা জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে স্মারকলিপি সুদান সংঘাত: নেপথ্যে আমিরাত-ইসরায়েল? ‘মতানৈক্য থাকতে পারে, কিন্তু মতবিরোধ যেন না হয়’, দেশে ফিরে জামায়াত আমির ইবনে শাইখুল হাদিসের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি, নেপথ্যে কী? ধানের শীষের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়লেন বিএনপির প্রভাবশালী নেতারা! ইসরায়েলপ্রীতি ছাড়লেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সম্ভব: খামেনি আল-আসাদের পতনের পর সিরিয়া-তুরস্ক সম্পর্কের নতুন মোড়

এই গরমে ত্বক ভালো রাখতে যেসব ফল খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গ্রীষ্মে অতিরিক্ত রোদে যেমন শরীরের আর্দ্রতা নষ্ট হয়, তেমনই কমে যায় ত্বকের আর্দ্র ভাবও। অথচ ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য সবার আগে তার আর্দ্রতা বজায় রাখা জরুরি। ত্বকের আর্দ্র ভাব নষ্ট হলে বয়সের ছাপ পড়তে শুরু করে ত্বকে। চলে যায় টানটান ভাব এবং ঔজ্জ্বল্য। গ্রীষ্মে তাই শরীর এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ভরসা রাখতে পারেন এই ৩ ফলে।

১. তরমুজ
যেমন সুস্বাদু, তেমনই শরীরে পানির জোগান দেওয়ার জন্যও আদর্শ এই ফল। তরমুজের ৯০% পানি। গরমের এই ফল শরীরের পাশপাশি ত্বকও ভালো রাখতে পারে। বাড়তি পাওনা হিসাবে ভিটামিন এবং খনিজ তো রয়েছেই।

২. শসা
শসাকে ফলের থেকে সবজি ভাবা হয় বেশি। তবে শরীরকে আর্দ্রতা জোগাতে শসা তরমুজের থেকেও বেশি উৎকৃষ্ট। এই ফলের ৯৫% পানি। ত্বকের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি আর্দ্র রাখার জন্য অত্যন্ত কার্যকরী শসা।

৩. আম
গরমের ফল আমে ৮০-৮৪% পর্যন্ত পানি রয়েছে। গরমে শরীরকে ঠান্ডা করার পাশাপাশি ত্বককেও আর্দ্রতা জোগাতে সাহায্য করে আম। তা ছাড়াও আমে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্টস, হজমে সহায়ক এনজাইম, ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি যা গরমে শরীর এবং রোদে পোড়া ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে।

৪. পেঁপে
পেঁপেতে থাকে প্রচুর প্যাপেইন। এটি হলো এক ধরনের এনজাইম, যা ত্বককে এক্সফোলিয়েট করতে এবং ত্বকের মৃত কোষগুলোকে দূর করতে সাহায্য করে। যে কারণে পেঁপে খেলে আপনার ত্বক আরও উজ্জ্বল এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে। গরমের এই সময়ে নিয়মিত পেঁপে খেতে পারেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ