শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

টয়লেটে মোবাইল ব্যবহার করেন? জেনে নিন কী ক্ষতি ডেকে আনছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বিভিন্ন প্রয়োজনে মোবাইল ফোন দরকার হয়ই। এমনকী টয়লেটে সময় কাটানোর জন্যও অনেকে মোবাইল ফোন সঙ্গে নিয়ে যান। আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এই অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক সব সমস্যা।

জেনে নিন অজান্তে নিজের কী ক্ষতি করছেন-

জরিপ কী বলছে

টয়লেটে মোবাইল ফোন সঙ্গে নিয়ে যাওয়া নিয়ে ২০১৬ সালে একটি বিশেষ জরিপ করা হয়। তাতে দেখা যায়, এই অভ্যাস রয়েছে অস্ট্রেলিয়া ও আমেরিকার প্রায় ৭৫ শতাংশ বাসিন্দারই। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার কথা। এটি রীতিমতো বিপজ্জনক এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।

ব্যাকটেরিয়ার আবাস

বিশেষজ্ঞরা বলছেন, আমাদের টয়লেটের দরজার লক, ফ্লাশ, কমোড, পানি ট্যাপ ইত্যাদিতে জমে থাকে প্রচুর ব্যাকটেরিয়া। টয়লেট যেহেতু বেশিরভাগ সময় ভেজা ও স্যাঁতস্যাঁতে থাকে তাই এই পরিবেশে ব্যাকটেরিয়া আরও দ্রুত ছড়াতে পারে। এ ধরনের পরিবেশ ক্ষতিকর সেসব ব্যাকটেরিয়ার জন্য সহায়ক। এগুলো কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করলে রোগ বিস্তারে সময় লাগে না।

ক্ষতিকর জীবাণু

টয়লেটে যাওয়ার সময় আপনার সারাদিনের সঙ্গী মোবাইল ফোনটি সঙ্গে নিয়ে যেতেই পারেন। কিন্তু আপনার এই সাধারণ অভ্যাসের কারণে শরীরে কীভাবে ক্ষতি হয় তা জানতেও পারবেন না। আপনি যখন ফোন বা ট্যাব সঙ্গে নিয়ে বাথরুমে যান তখন এর বাইরের কভারে ক্ষতিকর জীবাণু এসে জমা হয়। আমাদের টয়লেটের ভেতর সালমোনেল্লার মতো মারাত্মক ব্যাকটেরিয়াও থাকে। এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে ক্ষতিটা বেশিই হয়।

পেটের অসুখ হতে পারে

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ব্যাকটেরিয়া যদি কোনোভাবে ফোনের মাধ্যমে হাত হয়ে পেটে যায় তবে নানারকম পেটের অসুখ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। এখানেই শেষ নয়, সালমোনেল্লার মতো ব্যাকটেরিয়া থেকে হতে পারে টাইফয়েডের মতো মারাত্মক অসুখও। তাই মোবাইল ফোন বা ট্যাব নিয়ে টয়লেটে যাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে।

টিএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ