শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীকে ইসির শোকজ

আলোর দিশারীর কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

১২জুন ২০২৫ বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা শহরে জামেয়া মুঈনুল ইসলাম মিলনায়তনে আলোর দিশারী ফাউন্ডেশনের “কেন্দ্রীয় সম্মেলন ২০২৫” সম্পন্ন হয়েছে।

প্রাণবন্ত সম্মেলনে জেলা ও উপজেলার নেতা-কর্মীদের এক মিলন মেলায় পরিনত হয়। আহ্বায়ক হাফেজ ওজায়ের হোসাইন এর সভাপতিত্বে এবং মাওলানা মুহাম্মাদ মিসবাহ নূরীর সঞ্চালনায় সকাল ৯ টায় সম্মেলন শুরু হয়ে বিশেষ দোয়ার মাধ্যমে দুপুর ১২.৩০ টায় শেষ হয়।


সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন শরিফ, শানে সাহাবার জেলা সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম বিশিষ্ট লেখক মাওলানা মিজানুর রহমান জামীল, জেলা হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মাঞ্জুরুল হাসান নাদীমসহ জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও থানা কমিটির নেতৃবৃন্দ।

আহবায়ক কমিটির পরামর্শের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। মুফতি মুহাম্মাদ আরাফাতকে পরিচালক ও মুফতি মুহাম্মাদ মিসবাহ নূরী"কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষনা করেন মাওলানা মাঞ্জুরুল হাসান নাদীম। নির্বাহী পরিচালক হাফেজ ওজায়ের হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম আমীর জিহাদী, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান জামীল সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান,  অর্থ সম্পাদক মাওলানা কাউসার আহমাদ, সহ অর্থ সম্পাদক হাফেজ ইয়াছিন আরাফাত প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম, দপ্তর সম্পাদক মাওলানা ফয়সাল আমীন, মিডিয়া ও অনলাইন সম্পাদক মাওলানা এনামুল হাসান ইলিয়াছ

নবনির্বাচিত পরিচালক মুফতি মুহাম্মাদ আরাফাত ফাউন্ডেশনের নতুন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং আগামী দিনের কিছু কার্যক্রম হাতে নেওয়ার নির্দেশ দেন। সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মাদ মিসবাহ নূরী তার বক্তব্যে সদস্যদের দায়িত্বের ব্যাপারে সচেতনতা ও কর্মতৎপরতার বিষয়ে গুরুত্বারোপ করেন। অন্যান্য সদস্যগণও তাদের বক্তব্যে আন্তরিকতার সাথে ফাউন্ডেশনের সকল কাজ গুরুত্বের সাথে আঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দেন, অবশেষে মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ