বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশবাসীর প্রতি পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’ 

জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের জেদ্দায় আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে পঞ্চম বার্ষিক হজ সম্মেলন ও প্রদর্শনী। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজনে ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

হজ ব্যবস্থাপনা ও সেবাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে নেওয়া এই আয়োজনকে সৌদি ভিশন ২০৩০–এর ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে। এর পৃষ্ঠপোষকতা করছে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

গত বছর চতুর্থ আসরে ১৩৭টি দেশের ২২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে ১ লাখ ২০ হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন এবং ৬৭০টিরও বেশি সমঝোতা চুক্তি হয়।

এ বছর সম্মেলনে থাকছে ৮০টিরও বেশি সেশন ও ৬০টি বিশেষ কর্মশালা, যেখানে অংশ নেবেন গবেষক, শিক্ষাবিদ, কূটনৈতিক প্রতিনিধি, হজ-সংক্রান্ত সেবা অফিস এবং প্রশিক্ষণার্থীরা।

কিং আবদুল আজিজ ফাউন্ডেশন (দারাহ) সম্মেলনে ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস’ ফোরামের মাধ্যমে হজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক তুলে ধরবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হজের অভিজ্ঞতা নথিভুক্ত ও উপস্থাপনের নতুন পদ্ধতিও তারা প্রদর্শন করবে।

প্রদর্শনীতে অংশ নেবে ভ্রমণ, পরিবহন, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, খাদ্য সরবরাহ, আতিথেয়তা, প্রযুক্তি, বীমা, ভিড় ব্যবস্থাপনা ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। অলাভজনক সংস্থাগুলোও হজ সেবার মানোন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিতের নতুন উদ্যোগ তুলে ধরবে।

৫২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে সাজানো এই প্রদর্শনীতে থাকবে ২৬০টির বেশি প্রতিষ্ঠান। সেখানে থাকবে ‘ইনোভেশন জোন’, যেখানে ১৫টি স্টার্টআপ ও উদ্যোক্তা তিনটি ভিন্ন ক্যাটাগরিতে হজ সেবায় নতুন সমাধান তৈরিতে প্রতিযোগিতা করবে। সূত্র:: আরব নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ