বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ।। ৯ পৌষ ১৪৩২ ।। ৪ রজব ১৪৪৭


প্রকৃত দোষীদের গ্রেফতার করুন, নির্দোষদের নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আব্দুর রব ইউসুফী

আওয়ামী আমলে অপরাধ করত একজন, মামলায় ঝোলানো হতো অন্যজনকে। কখনো সরকারই ঘটনা সাজাতো আর টার্গেটকৃত বিরোধী দলের কোনো নেতা বা কোনো আলেমকে জঙ্গি বানিয়ে গ্রেফতার করা হতো। সম্প্রতি দেশের দুটি বহুল প্রচারিত পত্রিকা অফিসে হামলায় বেশ কিছু লোককে গ্রেফতার করা হয়েছে, কিছু আলেমকেও গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়েছে।

আমাদের কথা হলো অপরাধ যে-ই করবে তাকে আইনের আওতায় নিয়ে আসা দরকার, যাতে যে যখন যা ইচ্ছা তাই করতে থাকবে এই প্রবণতা বন্ধ হয়ে যায়। সম্প্রতি দেশের দুই বহুল প্রচারিত পত্রিকার অফিসে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। অবশ্য পত্রিকা দুইটির বিরুদ্ধে ইসলামি ও দেশপ্রেমিক জনতার বড় ধরনের অভিযোগ রয়েছে। পত্রিকা দুটির মাধ্যমে দেশ বিরোধি কর্মকাণ্ড চালানো ও পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করা হয় এবং ইসলামের বিপক্ষে অহরহ তিলকে তাল বানিয়ে, মিথ্যা তথ্য দিয়ে তথ্য সন্ত্রাস চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এজন্য দেশপ্রেমিক জনগণ ও ইসলামি জনতার মধ্য পত্রিকা দুইটির বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ আছে। কিন্ত আইনি পদক্ষেপ না নিয়ে সন্ত্রাসি কায়দা অবলম্বন কখনোই সমর্থনযোগ্য নয়।

এখানে একটি বিষয় বলতে হয়, ওইদিন যারা ঘোষণা  দিয়ে, শ্লোগান দিয়ে নেতৃত্ব দিয়েছিল তারা কেন আজও পর্যন্ত গ্রেফতার হয়নি। তাহলে তারা কি ঘটনা ঘটিয়ে অন্যদের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে। আবার কি তাহলে সেই আওয়ামী যুগের প্রত্যাবর্তন হচ্ছে। কয়েকজন আলেমকেও গ্রেফতার করা হয়েছে। তারা অপরাধি হলে আমাদের কোনো কথা নেই। কিন্তু তারা তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছেন কি না সরকারকে তা ভেবে দেখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করছে কি না তা খতিয়ে দেখতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

লেখক: সিনিয়র সহসভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ