বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
স্কুলে ফিরেছে গাজার ৩ লাখ শিশু ঘরের যে ৬ ইলেকট্রনিক যন্ত্র বাড়িয়ে দিচ্ছে বিল আজ থেকে চালু হচ্ছে ফ্লাইএডিলের ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট সৌদি দূতাবাস আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার বরিশাল বিভাগীয় অডিশন ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল

বদলি হজ সৌদি প্রবাসীকে দিয়ে করানো যাবে ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রশ্ন: এক ব্যক্তির উপর হজ ফরজ ছিল। কিন্তু মা’জুর হবার কারণে হজ করতে পারেনি। মৃত্যুর সময় সে তার পক্ষ থেকে হজ্জে বদল করতে অসিয়ত করে গেছে।

তার রেখে যাওয়া সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে অনায়াসে হজ করানো যাবে।

এমতাবস্থায় সৌদি আরবে পরিচিত প্রবাসীকে দিয়ে যদি আত্মীয় স্বজন হজ্জে বদল করাতে চায়, তাহলে উক্ত মৃত ব্যক্তির হজ্জে বদল আদায় হবে কি না? নাকি দেশ থেকেই কাউকে পাঠাতে হবে?

যদি উক্ত ব্যক্তির মালের তিন ভাগের এক ভাগ দিয়ে হজ্জ করানোর মতো টাকা না থাকে, তাহলেও কী সৌদি থেকে হজ্জে বদল করানো যাবে না?

উত্তর: মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পদের তিন ভাগে এক ভাগ দিয়ে যদি হজের খরচ হয়, তাহলে যে দেশে এবং যে শহরে বসবাস করতো, সেখান থেকে হজ্জে বদলের জন্য পাঠাতে হবে। সৌদি বা অন্য দেশ থেকে হজ্জে বদলের জন্য পাঠালে হজ্জে বদল আদায় হবে না।

আর যদি তার ত্যাজ্য সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে হজ্জে বদল মৃত ব্যক্তির দেশ ও শহর থেকে হজ করানো সম্ভব না হয়, তাহলে সৌদি বা যেখান থেকে সম্ভব সেখান থেকেই হজ্জে বদলে পাঠানো যাবে।

সূত্র: আল-মানাসেক মুল্লা আলী কারী রহ.- ২/৬০০,  আল বাদায়েউস সানায়ে-২/৪৭০,  আল মাসালেক ফিল মানাসেক-২/৯০৫,  আল মাওসুয়াতুল ফিকহিয়্যাহ আল কুয়েতিয়্যাহ-৪২/৪৬।

 এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ