শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :
ওসমান হাদীর হত্যাকারীদের আটকে ব্যর্থতা এই সরকারের অনেক অর্জনকে ম্লান করবে-মাওলানা গাজী আতাউর রহমান কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা সোলায়মান খান জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা: তদন্তকারী সংস্থা আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের এবার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘গাইডলাইন কর্মশালা’ করবে আস-সুন্নাহ এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচন করবেন স্বতন্ত্র পাগলা মসজিদের দানবাক্সে হাদি হত্যার বিচার চেয়ে চিঠি ‘আলহামদুলিল্লাহ, আমি ইসলামের পক্ষের দুটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী’ ফেনীর আল-জামিয়া আল-মাদানিয়ার ইসলাহি মজলিস ও আবনা সম্মেলন ৩ জানুয়ারি

এবার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘গাইডলাইন কর্মশালা’ করবে আস-সুন্নাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নানা সৃজনশীল কাজের পর এবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য গাইডলাইন কর্মশালার ঘোষণা দিয়েছে সেবা ও দাওয়াহমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুকে এই তথ্য জানান।

শায়খ আহমাদুল্লাহ লিখেন-

এই দেশের অর্থনীতি যাদের শ্রম-ঘাম আর ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে, তারা আমাদের প্রবাসী ভাইয়েরা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যে মানুষগুলোর অবদান সবচেয়ে বেশি, নানা অব্যবস্থাপনা, অসচেতনতা এবং যথাযথ প্রশিক্ষণের অভাবে সেই মানুষগুলোর জীবনে সমস্যার অন্ত নেই। আবার তাদের সমস্যা নিয়ে কাজ করার তেমন কোনো উদ্যোগও খুব একটা চোখে পড়ে না। ফলে, দিন শেষে দেখা যায়, অপরিকল্পনা এবং পারিবারিক হতাশায় অধিকাংশ প্রবাসীর শেষ জীবন সুন্দর হয় না। 

প্রবাসী ভাইদের এই সমস্যা সমাধানে এবার আমরা আয়োজন করতে যাচ্ছি ‘রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশাল ‘।

আপনি যদি প্রবাসী হন আর এই মুহূর্তে দেশে অবস্থান করেন, কিংবা প্রবাসে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে এই কর্মশালাটি আপনার জন্য।

অর্ধদিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় ১. প্রবাসে স্বাস্থ্য ঝুঁকি ও সচেতনতা

২. প্রতিকূল পরিবেশে ঈমান, চরিত্র ও মুসলিম আইডেন্টিটি রক্ষা

৩. প্রবাস জীবনে মানসিক স্বাস্থ্য সুরক্ষা

৪. সঠিক অর্থব্যবস্থাপনা ও নিরাপদ ভবিষ্যৎ

৫. প্রবাস জীবনে আইনি সুরক্ষা ও শৃঙ্খলা

৬. প্রবাসীদের সরকারি সুযোগ-সুবিধা

৭. প্রবাসীদের পরিবার-ব্যবস্থাপনা ও রিমোট প্যারেন্টিং ইত্যাদি নানা বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণ প্রদান করবেন প্রত্যেক বিষয়ের বিশেষজ্ঞগণ।

আমরা আশা করছি, এই প্রশিক্ষণ তাদেরকে জীবন নিয়ে নতুন করে ভাবতে এবং পরিকল্পনা করতে সাহায্য করবে, ইনশাআল্লাহ।

যারা প্রবাসী, কিন্তু এই মুহূর্তে ছুটিতে দেশে অবস্থান করছেন, কিংবা প্রবাসে যাবেন বলে হাতে ভিসা পেয়ে গেছেন, এই কর্মশালায় অংশ নিতে আপনদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তারিখ : ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)। কর্মশালা শুরু হবে সকাল ৯ টায়।

প্রশিক্ষণের স্থান : আস-সুন্নাহ অডিটোরিয়াম। প্লট : ৬২, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।

অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfhH_1zTpRmhieiJRk_6OYTN1nDLnYhNGS2zYkQyJ5f1Ot3_w/viewform গুগল ফরম পূরণ করুন।

আবেদনের শেষ তারিখ ৪ জানুয়ারি ২০২৬।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ