সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ ।। ১২ মাঘ ১৪৩২ ।। ৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী জামিআ রাব্বানিয়ায় ভর্তি তারিখ ঘোষণা কাল শুরু হচ্ছে দাওরায়ে হাদিস পরীক্ষা যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ১৪ জনের প্রাণহানি হজযাত্রীদের সেবায় এবার বৈদ্যুতিক বাস চালু হল রাজনৈতিক দলগুলো আগের তুলনায় অনেক বেশি সচেতন: ইসি সানাউল্লাহ ইসলামী আন্দোলনের নির্বাচনী অফিস পুড়িয়ে দিলো দুর্বত্তরা মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য: শায়খে চরমোনাই ‘ইসলামি ও জাতীয়তাবাদী শক্তির সমন্বয়ে দেশ গঠনের সম্মিলিত চেষ্টা সময়ের দাবি’  মৌলভীবাজার–৪ আসনে মাওলানা হামিদীর পক্ষে নামছেন আমিরে মজলিস জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষার অধ্যাদেশ জারি

ইকামতের সময় কাতারের মাঝখানে সুন্নাত আদায় করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুফতি যুবাইর মাহমুদ রাহমানি।।

প্রশ্ন: ফজরের দু রাকাত সুন্নাত অন্যান্য সুন্নাত নামাজ থেকে অধিক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা ইকামত শুরু হয়ে গেলেও সুন্নাতের নিয়ত করি। সুন্নাত পড়ে ফরজ নামাজে শরিক হই। 

জানার বিষয় হচ্ছে, কাতারের মাঝখানে অথবা কাতারের কাছাকাছি জামাত চলাকালীন ফজরের সুন্নাত আদায় করা যাবে কিনা? কেউ যদি এমনটা করে, সেটি জামাতের বিরোধিতা বলে পরিগণিত হবে কি?

উত্তর: এক্ষেত্রে মাসয়ালা হচ্ছে, হানাফি মাজহাবানুসারে ফজরের জামাত শুরু হয়ে গেলেও যদি ইমামের সঙ্গে এক রাকাত অথবা তাশাহহুদ পাওয়ার সম্ভাবনা থাকে, তবে আগে ফজরের সুন্নাত আদায় করে নেবে।

কেননা, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু রাকাত সুন্নাত কখনও পরিত্যাগ করেননি। সুতরাং ফজরের সুন্নাত আদায় করে নেওয়া চাই। 

তবে উক্ত দু রাকাত সুন্নাত কাতারের মাঝে কিংবা কাতারের কাছাকাছি আদায় করার কোন সুযোগ নেই। এটা অবশ্যই বাহ্যিকভাবে জামাতের বিরোধিতা বলে পরিগণিত হবে। 

কাজেই ঘরে বা মসজিদের বাইরে কিংবা মসজিদের বারান্দায় অথবা মুসল্লিদের জামাত থেকে দূরে দরজার কাছাকাছি সুন্নাত আদায়ের সুযোগ থাকলে সেখানে পড়ে নেবে। অন্যথায় সুন্নাত পড়বে না ; বরং জামাতের সঙ্গে শরিক হয়ে যাবে। 
(সুনানুত তিরমিজি হাদিস নং ৪২১; তুহফাতুল আলমায়ি ২/২৬৬)

লেখক: মুহাদ্দিস, জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম, তজুমদ্দিন, ভোলা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ