সম্প্রতি ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতির ঘোষণা হয়। এর কয়েক দিনের মধ্যেই আফগান অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত ১৬ দিনে পাঁচ লাখেরও বেশি আফগান নাগরিককে দেশ থেকে বের করে দিয়েছে তেহরান।
গতকাল ( বৃহস্পতিবার ১০ জুলাই ) আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে ৫ লাখ ৮ হাজার ৪২৬ জন আফগান নাগরিক ইরান ছেড়েছেন। প্রতিদিনই বিপুলসংখ্যক আফগানি সীমান্ত পার হয়ে আফগানিস্তানে ফিরছেন।
বিশ্লেষকরা বলছেন, ইরান কর্তৃপক্ষ আফগান অভিবাসীদের ‘ইসরায়েলের গুপ্তচর’ সন্দেহে নির্যাতন ও বিতাড়নের পথ বেছে নিয়েছে।
আইওএম-এর তথ্যমতে, কেবল গত বুধবার (৯ জুলাই) একদিনেই ৩৩ হাজার ৯৫৬ জন আফগান ইরান ত্যাগ করেছেন। এর আগের দিন মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩০ হাজার ৬৩৫ জন এবং গত শুক্রবার রেকর্ড সংখ্যক ৫১ হাজার আফগানিকে সীমান্ত অতিক্রম করতে দেখা গেছে।
ইরান সরকারের পক্ষ থেকে আগে থেকেই ঘোষণা ছিল—নথিপত্রহীন লাখ লাখ আফগানকে তারা দেশে ফিরিয়ে দেবে। আগামী রোববার (১৩ জুলাই) সেই প্রক্রিয়ার নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে।
ইরান ছাড়ার আগে তেহরানে অবস্থানকারী অনেক আফগান অভিবাসী গণমাধ্যমে অভিযোগ করে জানিয়েছেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা হেনস্তার শিকার হচ্ছেন। অনেককে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ কেউ বলছেন বাজারে বা গণপরিবহনে তাদের 'ইসরায়েলি গুপ্তচর' বলে অপমান করা হচ্ছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এখনো ইরানের পক্ষ থেকে এই অভিযোগের কোনো উত্তর মেলেনি।
এমএম/