সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় খেলাফত মজলিসের শোক আলেমে রাব্বানী ক্বারী তৈয়ব (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন সারজিস ‘কোরবানির চামড়া লবণজাত করে ক্ষতিগ্রস্ত মাদরাসার পাশে দাঁড়ায়নি সরকার’  আওয়ামী ‘দোসরদের’ রাজনীতি নিষিদ্ধে সর্বদলীয় বৈঠক ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ টঙ্গীতে ইমামদের উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন : ঢাবি প্রশাসন

আফগানিস্তানের তুরগন্দি-হেরাত রেলওয়ে প্রকল্পে ৫০ কোটি ডলার বিনিয়োগের নতুন চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরগন্দি-হেরাত রেলওয়ে প্রকল্পে ৫০ কোটি ডলার বিনিয়োগ করতে নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে কাজাখিস্তান ও ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়া সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ।

এই সময় বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য, ট্রানজিট ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা উত্থাপিত হয়। আফগান-কাজাখ সম্পর্কের ইতিবাচক দিক তুলে ধরেছেন মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ। দক্ষিণ এশিয়ায় কাজাখিস্তানের এনার্জি পৌঁছে দিতে এই ট্রানজিট করিডোর হিসেবে আফগানিস্তানের সম্ভাবনাময় ভূমিকা উল্লেখ করেন তিনি।

খনিজ সম্পদ, পরিবহন, যোগাযোগ, শক্তি উৎপাদন এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা স্বীকার করেছেন উভয় দেশের কর্তৃপক্ষ। এছাড়া কৃষিজ পণ্যের সুরক্ষা, আন্তর্জাতিক পরিবহন এবং ট্রানজিট ফি হ্রাস সম্পর্কিত সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে উভয়পক্ষ আলোচনা করেছেন, এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য ৩০০ কোটি ডলারে উন্নীত হতে পারে বলে উভয়পক্ষ প্রত্যাশা ব্যক্ত করেছেন।

অপরদিকে আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে সমর্থন দেয়ার বিষয়ে পুনরায় নিশ্চয়তা প্রকাশ করেছেন কাজাখ উপপ্রধানমন্ত্রী। আফগানিস্তানের বিদ্যুৎ আমদানি ও কৃষি রপ্তানি বৃদ্ধি সহজতর করতে কাজাখ প্রশাসনের পক্ষে তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।

ট্রানজিট এবং বাণিজ্য সম্পর্ক জোরদার করার পথে হেরাত-তুরগন্দি রেলওয়ে প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বাক্ষরিত চুক্তি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে আফগানিস্তান ও কাজাখিস্তান উভয় পক্ষকে উপকৃত করবে, এছাড়া এটি উক্ত অঞ্চলে অর্থনৈতিক বন্ধন সম্প্রসারণ ও উন্নয়নের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ