বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৪১ বেসামরিক নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুদানের সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশিরে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কামানের গোলাবর্ষণে কমপক্ষে ৪১ জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু আহত হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে শহরের আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো এ হামলায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সির প্রতিবেদন থেকে জানা গেছে, সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী শহরে আরএসএফের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে, ৬০০ জন আরএসএফ যোদ্ধাকে হত্যা করেছে এবং ২৫টি সামরিক যান ধ্বংস করেছে।

এ বিষয়ে বিদ্রোহী গোষ্ঠীটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সোমবার থেকে আল-ফাশিরে সেনাবাহিনী ও আরএসএফ বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে। ফলে শহরের মানবিক সংস্থাগুলো বেসামরিক নাগরিকদের খাদ্য বিতরণ বন্ধ করতে বাধ্য হয়েছে।

চলতি মাসের শুরুতে সেনাবাহিনীর সাথে সংঘর্ষের পর আরএসএফ শহরের জমজম শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ দখল করার দাবি করে। জাতিসঙ্ঘের পরিসংখ্যান অনুসারে, যুদ্ধের কারণে কমপক্ষে ৪০০ বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।

আরএসএফ ১৫ এপ্রিল ২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনীর সাথে দেশটির নিয়ন্ত্রণের জন্য লড়াই করে আসছে। এ লড়াইয়ে হাজার হাজার মানুষ মারা গেছে। এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর মধ্যে একটি।

জাতিসঙ্ঘ ও স্থানীয় কর্তৃপক্ষের মতে, এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন বিশেষজ্ঞরা অনুমান করছে, নিহতের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার।

এনএইচ/


সম্পর্কিত খবর