সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


 তারেক রহমানের সঙ্গে জমিয়তের একাংশের নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জমিয়তে উলামায়ে ইসলাম-বাংলাদেশের একাংশের একটি প্রতিনিধি দল।

রোববার (১৮ জানুয়ারি) রাতে গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

জমিয়তের একাংশের সভাপতি মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদীর নেতৃত্বে প্রতিনিধি দলে জমিয়তের মহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম, যশোর-৫ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া জমিয়ত নেতা মাওলানা রশীদ বিন ওয়াক্কাসসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

বৈঠকে যশোর-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে ভোটের মাঠ থেকে বিরত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর