রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজগামী রাস্তাটির নামকরণ করা হয়েছে উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর নামে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওই সড়কে শায়খুল হাদিস রহ.-এর নামফলক স্থাপন করেছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আন্তরিক প্রচেষ্টায় এই নামকরণ করা হয় বলে জানা গেছে। জুলাই বিপ্লবের সম্মুখসারির এই যোদ্ধা ঢাকায় আরও কয়েকজন আলেমের নামে রাস্তার নামকরণ করেছেন।
শায়খুল হাদিস রহ.-এর সাহেবজাদা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এই রাস্তার নামকরণ সম্পর্কে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন। তাঁর সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
কিছুক্ষণ আগে জানতে পারলাম, আজ (১৮ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজগামী সড়কটিতে নতুন নামকরণের প্রক্রিয়া চলছে। সেখানে ব্রিজের পূর্ব প্রান্তে কোনো এক জায়গায় শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের নামে সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় কারো কারো মাঝে দ্বিধা সংশয় সৃষ্টি হচ্ছে। এমন প্রেক্ষিতে কেউ কেউ বিষয়টি আমার কাছে জানতে চান, আমি এই বিষয়ে অবগত কি না?
যতটুকু আমার অবগতিতে আছে, আমি তা তাদেরকে অবহিত করেছি।
প্রিয় বছিলাবাসীর অবগতির জন্য বিষয়টি এখানে তুলে ধরছি-
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব পালনকালীন সময়ে যে সকল ভালো উদ্যোগ নিয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো, ঢাকার কিছু গুরুত্বপূর্ণ সড়কের নাম বুজুর্গ আলেমদের নামে নামকরণ করা। প্রথমে তারা হাফেজ্জী হুজুর রহ.এর নামে একটি সড়কের নামকরণ করে। এরপরেই তারা মোহাম্মদপুর বেরিবাঁধ তিন রাস্তা থেকে বছিলা হয়ে আল্লামা আজিজুল হক রহ.এর কবরস্থানগামী বছিলা ব্রিজের সড়কটিকে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.এর নামে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রক্রিয়াটি কয়েক মাস আগে শুরু হয়। সরকারী সিদ্ধান্ত গ্রহণের সকল পর্ব শেষে এখন এটি বাস্তবায়নের পথে রয়েছে।
বছিলাবাসীর সাথে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.এর দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী কালের যে হৃদ্যতা ও আন্তরিক ভালোবাসার গভীর সম্পর্ক, তাতে আমার ব্যক্তিগত মতামত হলো-এই সড়কটি শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.এর নামে নামকরণ হওয়া বছিলাসহ এলাকাবাসীর জন্য সৌভাগ্য ও আনন্দের উপলক্ষ।
এনএইচ/