রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ।। ১১ মাঘ ১৪৩২ ।। ৬ শাবান ১৪৪৭


‘নির্দোষ আওয়ামী লীগার’ মানে কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মাওলানা শরীফ মুহাম্মদ||

বিএনপি-জামায়াতসহ আরো কিছু কিছু দলের নেতাদেরকে দেখছি, নির্দোষ আওয়ামী লীগারদের যেন কোনো ক্ষতি করা না হয়-এ ব্যাপারে নির্বাচনী প্রচারনায় বলিষ্ঠ বক্তব্য রাখছেন। তাদের নিরাপত্তা ও নির্দোষিতার কথা বলে ভোটও চাইছেন। এসব কথা শুনতে ভালো লাগে, সমর্থন করতেও ইচ্ছা করে।

কিন্তু পুরানা একটা প্রশ্ন করি।

'নির্দোষ আওয়ামী লীগার' মানে কী? যারা জুলাই আন্দোলনে কিংবা তার আগে অস্ত্রশস্ত্র নিয়ে কারো উপর হামলা করে নাই, কারো টাকা পয়সা লুটপাট করে নাই, বড় কোনো জুলুম নির্যাতন করে নাই ...এইতো; মোটা দাগে এই পরিচয়টাই তো উদ্দেশ্য করা হয় 'নির্দোষ' শব্দ দিয়ে। কথা ঠিক, জুলুম করে নাই এমন মানুষের উপরে জুলুম করা ঠিক না।

কিন্তু যেই লোক বা যারা (সংখ্যাটা এক কোটির চেয়ে কম হবে না) মনে করে, শেখ হাসিনা কোনো অপরাধ করে নাই, আয়নাঘর, ক্রসফা /য়ার, গু| ম, জুলুম, ব্যাপক পুলিশি নির্যা(তন, হা মলা, মামলা, গ্রেফতার, ব্যাংক লুট-দখল, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এগুলো হয় নাই অথবা হয়ে থাকলেও সঠিক হয়েছে, যারা এগুলো শুধু মনেই করে না, এ মতের পক্ষে তর্কও করে এবং জনমতও তৈরি করে, তারা কি নির্দোষ নাকি দোষী? তাদের ব্যাপারে ভোট ভিক্ষা-করনেওয়ালা বড়/মাঝারি দলের অবস্থান কী?

এবং যারা মনে করে, শেখ হাসিনা তো অপরাধ করেই নাই, যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি করছে, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া উচিত কিংবা গু |ম/খু| ন করা উচিত এবং তাদের ওপর জুলুম নি র্যা)তনের সমস্ত প্রোগ্রাম সচল করা উচিত, প্রতিশোধ নেওয়া উচিত, এবং সুযোগ পেলেই এই 'উচিত কাজের' পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করে (কিন্তু নিজে কোনো প্রত্যক্ষ জুলুমের সাথে শরিক হয় না), এমন 'নির্দোষ লোকদের' ব্যাপারে বিএনপি/জামায়াত ও অন্যান্য দলগুলোর অবস্থান কী?

আওয়ামীলীগার অথচ নির্দোষ- এমন লোকদের সংজ্ঞা ও তালিকাটা কিভাবে ঠিক করবেন তারা? নাকি এখন ভোট চাওয়ার জন্য বাছ-বিচারহীনভাবে তাদের জুতার তলায় চাটবেন আর ভোট পার হলে অন্য আচরণ করবেন? এসব বিষয় আগেই ঠিকঠাক হয়ে গেলে সুবিধা হয় না! এতে যারা আওয়ামী লীগ করে তারাও ব্যাপারটা বুঝতে পারবে, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে তারাও ব্যাপারটা বুঝতে পারবে। আপনাদের কার খেলাটা কোন লেভেলের এটাও অন্য সবাই ধরতে পারবে। খুবই দরকারি একটা জিনিস। সংজ্ঞা আর তালিকাটা পেশ করুন। আমরা সচেতন হয়ে উঠি।

লেখক: সিনিয়র সাংবাদিক, আলোচক ও রাজনীতি বিশ্লেষক

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ