রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ।। ১১ মাঘ ১৪৩২ ।। ৬ শাবান ১৪৪৭


হারামাইনে ইফতার ব্যবস্থাপনায় চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য মক্কা ও মদিনার দুই হারাম শরিফে ইফতার বিতরণ কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও কার্যকর করতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে ইফতার আয়োজনের জন্য নিবন্ধন, অর্থ পরিশোধ এবং অনুমতিপত্র গ্রহণ—সব কার্যক্রম একক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই সম্পন্ন করা যাবে।

মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক এই ডিজিটাল প্রক্রিয়া চালু করেছে। এতে সহযোগিতা করছে ‘এহসান ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্ক’ এবং ‘নুসুক ফাউন্ডেশন’।

কর্তৃপক্ষ জানায়, ইফতার কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তি বা অলাভজনক প্রতিষ্ঠানকে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর এহসান প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদভাবে অনুদানের অর্থ পরিশোধ করা যাবে। লেনদেন সম্পন্ন হলে সংশ্লিষ্ট দাতার নামে ইফতার আয়োজন চূড়ান্ত হবে এবং আনুষ্ঠানিক অনুমতিপত্র ইস্যু করা হবে।

এই ব্যবস্থার ফলে পুরো ইফতার কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত নথিভুক্ত থাকবে এবং যেকোনো ধরনের অনিয়ম বা জটিলতা এড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

তারা আরও জানায়, ডিজিটাল এই উদ্যোগের মাধ্যমে রমজানে বিপুলসংখ্যক রোজাদারের ইফতার আয়োজন আগের তুলনায় আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যাবে।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ