সিরাজগঞ্জে কোভিড ১৯ মোকাবেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু ও একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি হাট খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলেন, খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব শেখের ছেলে সুমি (২)।
স্থানীয়রা জানায়, কোভিড ১৯ মোকাবেলা করতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করেছিল। প্রতিদিনই ওই এলাকায় শিশুরা খেলাধুলা করে। খেলাধুলার একসময়ে বেসিনের ওপর উঠলে সেটি হঠাৎ ধসে পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এসময় সানজিদা (৩) নামের আরেক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএম/