রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

 পেন্সিলের তুলিতে আল আকসার প্রতি ভালোবাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

ফিলিস্তিনের রাজধানী আল কুদসে (জেরুসালেম) অবস্থিত মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আকসা। প্রতিটি মুসলিম-ই প্রাণপণ আল আকসাকে ভালোবাসে এবং নানাভাবে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে। ঠিক তাদের-ই একজন হেদায়েত আরমান, যে কিনা হৃদয়ের ‘তুলি’ দিয়ে আল আকসাকে এঁকেছে।

রমজানের মধ্যে যখন ইসরায়েলি বাহিনী আল আকসায় হামলা চালায়, তখন তরুণ হেদায়েতের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সে যে আল আকসাকে খুব বেশি-ই ভালোবাসে এটির প্রকাশ করে ছবি এঁকে, যে ছবি তার হৃদয়ে। হৃদয়ের গভীরে যে আল আকসাকে সে ধারণ করে, তার বিশ্বাস দখলদাররা কখনো তা ছিনিয়ে নিতে পারবে না।

হেদায়েত আরমান জানিয়েছে, ‘পবিত্র রমজানেও আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর ওদের জুলুম। দূর থেকে নির্বাক আল আকসাকে দেখে শুধু অশ্রু ঝরাই। ক্ষতবিক্ষত আল আকসা আমার ভেতরকেও বিধ্বস্ত করে দেয়। তবে আমি ভাবি- তারা কখনোই আমার হৃদয়ের আল আকসার ক্ষতি করতে পারবে না।’

হেদায়েত আরমান আরো জারিয়েছে, মসজিদুল আকসার মূল স্থাপনা ও কুব্বাতুস সাখরা দুটোই সে এঁকেছে। তাতে কাঠ পেন্সিল ও জেল পেন ব্যবহার করলেও আসলে তুলি তার হৃদয় থেকে বের হয়েছে।

হেদায়েত আরমান গত শিক্ষাবর্ষে রাজধানীর বড় ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া শারইয়্যাহ মালিবাগে দাওরা শেষ করলো। সে যেন নিজেও অনেক বড় হতে পারে-সে জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ