শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই : জামায়াত আমির

অবৈধ রাষ্ট্র ইসরা*য়েলের বর্বরতা রুখে দিতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জারজ রাষ্ট্র ইসরায়েলির বর্বরতা রুখে দিতে হবে। মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতার দরুণ ইসরাইলি বাহিনী রোজাদার মুসল্লিদের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। সময় এসেছে মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে প্রতিরোধের ঘোষণা দেওয়ার।

আজ সোমবার (১৮ এপ্রিল) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।

রাজধানীর পল্টনস্থ ওয়েস্টন হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ইফতার মাহফিল সংগঠনের জমিয়ত ঢাকা মহানগরীর প্রধান সমন্বয়কারী মাওলানা শহিদুল ইসলাম আনসারীর সভাপতিত্বে ও জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

আরো বক্তব্য রাখেন, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান।

আলহাজ্ব জামাল নাসের চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি জাকির হোসাইন খান, প্রিন্সিপাল বেলায়েত হোসেন আল-ফিরোজী, মাওলানা আতাউর রহমান আতিকী, মুফতি রেদ‌ওয়ানুল বারী সিরাজী, মাওলানা তোফায়েল গাজালি, মুফতি আবু সাঈদ, মুফতি সুহাইল আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ সভাপতি নিজাম উদ্দিন আল আদনান ও ছাত্র জমিয়ত বাংলাদেশ সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ প্রমুখ।

নেতৃবৃন্দ জাতিসংঘ, ওআইসিসহ সকল মানবাধিকার সংগঠনকে ইসরাইলি বাহিনীর বর্বরতা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান।

জমিয়তের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ.এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ