বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে জার্মানিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ ও তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবিতে বিক্ষোভ হয়েছে জার্মানিতে। শ্রীলঙ্কাকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী লঙ্কানরা।

শনিবারের (১৬ এপ্রিল) জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে বিক্ষোভে অংশ নেয় দেশটিতে বসবাসরত লঙ্কান প্রবাসীরা।

তারা অবিলম্বে প্রেসিডেন্টের পদত্যাগ এবং দেশটির চলমান সংকট নিরসনে দক্ষ ও যোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

এ সময় প্রেসিডেন্ট রাজাপাকসের সুকৌশলে পরিবারতন্ত্র কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করার দুরভিসন্ধি শ্রীলঙ্কার জনগণ কখনোই মেনে নেবে না বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

দেশটিতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য ও খাদ্যসামগ্রীর পাশাপাশি জরুরি ওষুধ সরবরাহে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এদিকে বিক্ষোভ অব্যাহত রয়েছে শ্রীলঙ্কায়ও। শনিবার (১৬ এপ্রিল) রাতে টানা সপ্তম দিনের মতো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন হাজারো মানুষ। দেশের অর্থনৈতিক দুর্দশার জন্য প্রেসিডেন্টকে দায়ী করে পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তারা।

এদিন বড়দের পাশাপাশি বিক্ষোভে অংশ নেয় শত শত শিশুও। দেশের অর্থনৈতিক বিপর্যয়ের জন্য প্রেসিডেন্ট রাজাপাকসেকে দায়ী করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা জানান, গোতাবায়া পদত্যাগ না করা পর্যন্ত রাস্তা থেকে তাদের কেউ সরাতে পারবে না।

তবে পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় প্রেসিডেন্ট গোতাবায়া। দেশের চলমান সমস্যা সমাধানে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি তার।

অন্যদিকে অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে আরও ঋণ নেওয়ার পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ৪০০ কোটি ডলার ঋণ সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফসহ বেশ কয়েকটি সংস্থার দ্বারস্থ হতে যাচ্ছে দেশটির সরকার।

চলতি বছরই শ্রীলঙ্কার ৮৬০ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধের কথা ছিল। তবে আপাতত এ অর্থ পরিশোধ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফলে নতুন করে ঋণ পাওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ