আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মুসলমান ও ইসলাম ধর্মের প্রতি মনোভাবের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) কায়সারি শহরে নিজ দল একে পার্টির এক প্রাদেশিক সমাবেশে ফরাসি প্রেসিডেন্টের উদ্দেশে একথা বলেন এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত মাসে টেলিফোন আলাপের পরও ম্যাঁক্রনকে আক্রমণ করা অব্যাহত রেখেছেন এরদোগান।
ক্লাসে কার্টুন প্রদর্শনের জেরে একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ফ্রান্স। ওই ঘটনার পর ইসলামিক গোষ্ঠির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন। ফরাসি প্রেসিডেন্টের এই প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।
একে পার্টির এক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ম্যাঁক্রন নামের এই লোকটির ইসলাম ও মুসলমানদের নিয়ে সমস্যা কী? মানসিক পর্যায়ে ম্যাঁক্রনের চিকিৎসা দরকার। তিনি বলেন, যা বলা যেতে পারে তা হলো একজন রাষ্ট্রপ্রধান বিশ্বাসের স্বাধীনতা বুঝতে পারছেন না।
এমডব্লিউ/