সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদকে যুক্ত করায় ওআইসি’র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ইসলামের প্রতি ধারাবাহিক অবমাননাকর পদক্ষেপের কারণে ফ্রান্সের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। গত শুক্রবার এক বিবৃতিতে ৫৭ টি মুসলিম দেশের মুখপাত্র ওআইসি এ নিন্দা জানায়।

নিজের অবস্থান ব্যক্ত করে সংস্থাটি বলেছে, আমরা আমাদের নবী হজরত মুহাম্মাদ সা. এর ব্যক্তিত্বের প্রতিনিধিত্বকারী ইসলামের সুমহান নিদর্শনাবলীর প্রতি অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে ধারাবাহিক ও পরিকল্পিত হামলার কঠোর নিন্দা জানাচ্ছি।

ফ্রান্সের একাধিক সরকারি কর্মকর্তার ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যে ওআইসি অবাক হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। সংস্থাটির দাবি, দলীয়ভাবে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টায় নেতারা এমন বক্তব্য প্রদান করছেন। বাক স্বাধীনতার নামে যেকোনো ধর্মের অবমাননার যৌক্তিকতারও ওআইসি সমালোচনা করেছে।

সংস্থাটি ফ্রান্সকে এমন বৈষম্যমূলক ও সাম্প্রদায়িক নীতি থেকে সরে আসার আহবান জানিয়েছে যা বিশ্বের দেড় বিলিয়ন মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করে এবং তাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করে।

সম্প্রতি ফ্রান্সের একাধিক শহরে উঁচুউঁচু ভবনের দেয়ালে মুসলমানদের অবমাননাকর বিভিন্ন ব্যানার স্থাপন করা হয়। সারা বিশ্ব থেকে এর প্রতিবাদ জানানো হলে প্রেসিডেন্ট ইমানুয়েল বলেন, ‘তার দেশ ইসলাম অবমাননাকারী কার্টুন প্রচার থেকে বিরত থাকবে না’। সূত্র: আনাদুলু এজেন্সি

-এএ


সম্পর্কিত খবর