শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই : জামায়াত আমির ইসলামি দলের শীর্ষ নেতারা কে কোথায় থেকে কাদের সঙ্গে লড়ছেন ইসলামী আন্দোলনের সাথে জামায়াতের যা ঘটলো, এর জন্য আসলে দায়ী কে? হারামাইনে যারা জুমার নামাজ পড়াবেন, নির্বাচনী জনসভা মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান একটি বৃহৎ দলের নীতি-অস্পষ্টতা জটিলতায় সমঝোতা ভেঙে গেছে: পীর সাহেব চরমোনাই

অনুমতি ছাড়া হজে গেলে জরিমানা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের মহামারির কারণে এ বছরের হজ সীমিত আকারে পালন করা হবে। অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট কিছু মানুষ চলতি বছর হজ করার সুযোগ পাচ্ছেন। এর বাইরে কেউ এলে তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করার বিধান করেছে সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, সৌদি মন্ত্রণালয় থেকে জরিমানার এই বিধান ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। যদি কেউ একবার হজ পালনের পর দ্বিতীয়বার হজ চলাকালীন ওই এলাকায় প্রবেশের চেষ্টা করে তাহলে তাকে ২০ হাজার রিয়াল (সাড়ে ৪ লাখ টাকার বেশি) জরিমানা করা হবে।

মন্ত্রণালয় থেকে স্থানীয়দের হজ চলাকালীন এইসব নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়। এক ঘোষণালয় বলা হয়, হজের সময় ঘনিয়ে আসলে মক্কা ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়িয়ে দেয়া হবে। সে সময় অনুমতি ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হবে না। যদি কেউ সেই চেষ্টা করে তাহলে বাহিনীর সদস্যরা উপযুক্ত ব্যবস্থা নেবে।

করোনাভাইরাসের সংকটের কারণে এ বছর সীমিত আকারে পালন করা হবে হজ্জ। সৌদি আরবের সিদ্ধান্ত অনুযায়ী এবার ১০ হাজার মানুষ হজ্জ করার সুযোগ পাচ্ছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই হজ পালন করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে সৌদি আরবে অবস্থানরত বিদেশি ও দেশটির নাগরিকরা এই সুযোগ পাবেন। অর্থাৎ এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশ নিতে পারবে না।

গড়ে প্রতিবছর ২৫ লাখ মানুষ হজে অংশ নিলেও এবার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ