শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই : জামায়াত আমির

শ্রীলঙ্কায় মুসলিম মৃতদেহ পোড়ানোর বিরুদ্ধে আপিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় মুসলমান নাগরিকদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করছে শ্রীলঙ্কা সরকার। প্রাণঘাতী করোনাভাইরাসে যারা মৃত্যুবরণ করছেন তাদের মৃতদেহ দাফন করার পরিবর্তে পুড়িয়ে ফেলা হচ্ছে!

এ নিয়ে ক্ষোভ বাড়ছে দেশটির সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মধ্যে। অবশেষে আদালতের দারস্থ হয়েছেন মুসলমানরা। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা একটি পিটিশন দায়ের করেছেন।

মুসলমানরা মারা গেলে ইসলামের বিধান অনুযায়ী জানাজা শেষে যথাযথ সম্মানের সঙ্গে মৃতদেহ দাফন করা হয়। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে মৃতদেহ থেকে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, এমন অযুহাতে মুসলমানদের মৃতদেহও পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা সরকার। এমনকি করোনা সন্দেহে মারা যাওয়া ফাতিমা রিনোজা নামের তিন সন্তানের এক জননীকেও দিনকয়েক আগে পুড়িয়ে ফেলা হয়েছে!

ফাতিমার স্বামী মোহাম্মদ শফিক স্ত্রীর মৃতদেহ পুড়িয়ে ফেলার হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দিয়েছেন বিবিসির সাংবাদিকের কাছে। তিনি বলেন, আমার স্ত্রীর করোনার উপসর্গ দেখা দেওয়ার পর একদিন হঠাৎ করেই সামরিক বাহিনীর লোকজন আমাদের ঘরে আসে। আমাদেরকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে ফাতিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোয়ারেন্টাইন থেকেই শুনতে পাই ফাতিমা মারা গেছেন।

মোহাম্মদ শফিক আরো বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ফাতিমার মৃতদেহ আমাদের কাছে হস্তান্তর করেনি। এমনকি আমাদেরকে শেষ দেখাটাও দেখতে দেয়নি। উল্টো মৃতদেহ পোড়ানোর ব্যাপারে জোর করে একটা কাগজের মধ্যে আমার বড় ছেলের স্বাক্ষর নেওয়া হয়েছে। আমি চাই, এই দেশে এমন নিষ্ঠুর আচরণ যেন আর কারো সঙ্গে করা না হয়। আশাকরি, এমন নিষ্ঠুরতার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ