শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
খেজুর গাছ প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান ‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা

তিন মাস পর খুলছে মালয়েশিয়ার মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার বিস্তার ঠেকাতে টানা তিন মাস মালয়েশিয়ার মসজিদগুলো বন্ধ রাখা হয়। সেখানে সংক্রমণ কমে যাওয়ায় এবার থেকে মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শুক্রবার থেকে সাধারণ মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

আজ বুধবার দেশটির সেলাঙ্গর সুলতানের দাতুক মোহাম্মাদ মুনির বানির ব্যক্তিগত সচিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, মসজিদ খুলে দেয়ার জন্য আদেশ দিয়েছেন সেলাঙ্গর রাজ্যের সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহ।

দৈনিক স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে আগামী ৩ জুলাই থেকে জুমার নামাজের মধ্য দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদ ও সূরাউগুলো খুলে দেয়া হবে। স্বাস্থ্য পরিচালক, ধর্মীয় কাউন্সিল, মুফতি বিভাগ এবং ধর্মীয় বিভাগ কোভিড-১৯ সম্পর্কিত বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে সুলতানের ব্যক্তিগত সচিব মোহামাদ মুনির গণমাধ্যমকে বলেন, রাজ্যের বড় তিনটি মসজিদে জুমার নামাজ ও পাচঁ ওয়াক্ত নামাজ আদায়ের ক্ষেত্রে এক হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন না। এ ছাড়া অন্যান্য মসজিদে উপস্থিতির সংখ্যা ৫০০ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে।

বড় মসজিদগুলো হলো- শাহ আলমের মসজিদ সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ, বুকিট জেলুটংয়ের মসজিদ টেংকু আম্পুয়ানজেমাহ এবং সাইবারজায়া মসজিদ রাজা হাজী ফি সাবিলিল্লাহ। আর সুরাউয়ে নামাজ আদায়ের ক্ষেত্রে উপস্থিতির সংখ্যা ৪০ জন নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, প্রত্যেক মুসল্লিকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে বাড়ি থেকে ওযু করে মসজিদে আসতে হবে, নিজের জায়নামাজ সঙ্গে করে নিয়ে আসতে হবে। মসজিদ ও সূরাতে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

তবে যারা শারীরিকভাবে অসুস্থ, তাদের মসজিদ ও সূরাউয়ে নামাজ আদায় থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ