শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
খেজুর গাছ প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান ‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা

করোনার ‘কার্যকর’ ওষুধ তৈরি করছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের একটি কার্যকর ওষুধ আবিষ্কারে সৌদি আরবের একটি কোম্পানির সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি অব পিটসবার্গের গবেষকরা। তাদের বিশ্বাস, আগামী বছরেই মরণঘাতী এই ভাইরাসটির একটি ওষুধ তারা বাজারে আনতে পারবেন।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, উভয় দেশের গবেষকরা একটি এন্টিবডি ইনজেকশন প্রস্তুত করার চেষ্টায় আছেন। যা করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করে দেবে।

এই গবেষণায় যুক্ত সৌদি প্রতিষ্ঠান সৌদিভেক্সের সহ-প্রতিষ্ঠাতা ডোনাল্ড গারসন বলেন, এন্টিবডির একটি ডোজ একজন মানুষকে কয়েক মাসের জন্য করোনাভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখবে। যদি কারো দেহে এই এন্টিবডির উপস্থিতি থাকে ভাইরাসটি প্রবেশের পর তা ধ্বংস হয়ে যাবে। এই সিস্টেম কয়েক মাসের জন্য স্থায়ী থাকবে।

জানা যায়, উদ্ভাবিত এই ওষুধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে সমানভাবে সরবরাহ করা হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু পর ফেব্রুয়ারি মাসে সৌদিভেক্সের সঙ্গে ইউনিভার্সিটি অব পিটসবার্গের গবেষকরা কাজ করা শুরু করে দেন। এন্টিবডি আবিষ্কারের পর তারা এ সম্পর্কিত গবেষণা কার্যকর করা শুরু করেছেন।

ডোনাল্ড গারসন বলেন, আমরা এই ওষুধ উৎপাদনের প্রস্তুতি গ্রহণ করছি। যথাসম্ভব দ্রুত আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। আগামী বছরেই সবার কাছে পৌঁছে যাবে এই ওষুধ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ