আওয়ার ইসলাম: সীমান্ত হত্যার বিষয়ে ‘অত্যন্ত সতর্ক রয়েছেন’ দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারতের প্রতিশ্রুতি সত্ত্বেও সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ডের বন্ধুত্বপূর্ণ সমাধান দেখতে চায় বাংলাদেশ।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সীমান্তে একটি মৃত্যুও দেখতে চাইনা। এটি গ্রহণযোগ্য নয়। এটি যে গ্রহণযোগ্য নয় সে বিষয়ে ভারতও একমত হয়েছিল।’
তিনি আরও বলেন, প্রতিবারই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে সীমান্ত হত্যার বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা অধিকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কমপক্ষে ১ হাজার ১৪৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন।
-এটি