শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই : জামায়াত আমির

মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাত পোহালেই ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি) নির্বাচন। নির্বাচনি প্রচারণা শেষে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) দুই সিটিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে। মেয়র প্রার্থীরা নিজেদের এলাকায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ দিন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন।

উত্তরার পাঁচ নাম্বার সেক্টরের আইইটি স্কুলে সকাল ১০টায় ভোট দিতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সকাল ৮টায় উত্তরা চার নাম্বার সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ স্কুল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সকাল ৮টায় গুলশান দুই নাম্বারে আল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া সিপিবির মেয়র প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল বেলা ১১টায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেবেন। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সকাল সাড়ে ৮ থেকে ৯ টার মধ্যে রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ধানন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন সকাল ৮টায় রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) মেয়র পদপ্রার্থী হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন সকাল ৯ থেকে ১০টার মধ্যে লালবাগের আমলিগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মিডিয়া উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ