শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই : জামায়াত আমির

'সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা ই‌সির দিকে তা‌কিয়ে আছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন ক‌মিশনের (ইসি) দিকে তা‌কিয়ে আছে বলে জা‌নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।

আজ বৃহস্প‌তিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সাংবা‌দিকদের সঙ্গে এক মত‌বি‌নিময় সভায় এ কথা বলেন তিনি।

তা‌বিথ বলেন, নির্বাচনের দিন ঘিরে শঙ্কা রয়েছে। পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কিনা তা নিশ্চিত নই, ইভিএম'র বিষয়টা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছি। নির্বাচন কমিশনের ভূমিকার উপর নির্ভর করে নিবার্চন কেমন হবে।

তি‌নি বলেন, দেশ সংকটে আছে। আমরা সকলে বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।

এসময় তি‌নি বি‌ভিন্ন সময়ে সাংবা‌দিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং সমবেদনা প্রকাশ করেন।

এসময় উপ‌স্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপ‌তি ইকবাল সোবহান চৌধুরী, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, সাবেক সভাপ‌তি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ই‌লিয়াস হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবা‌দিক ইউ‌নিয়নের সভাপ‌তি রুহুল আ‌মিন গাজী, মহাস‌চিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবা‌দিক ইউ‌নিয়নের সভাপতি ‌কাদের গ‌নি চৌধুরী, সাধারণ সম্পাদক শ‌হিদুল ইসলাম,‌ ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, বিএন‌পি চেয়ারপারসনের উপদেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবা‌য়েদ, প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী এ্যানীসহ বিএন‌পি ও তার অঙ্গ সহযো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ