বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


যুক্তরাষ্ট্রে ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিলেন। খবর ‘সিএনএন’।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের পক্ষ থেকে দেওয়া তথ্যের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হেলিকপ্টারটি নিখোঁজ হয়।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে কোস্টগার্ড বলেছে, একটি পর্যটকবাহী হেলিকপ্টার খুঁজে পাওয়া যাচ্ছে না। হেলিকপ্টারটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন। এদের মধ্যে রয়েছে দুই শিশু।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থান নির্ণয়ের জন্য হেলিকপ্টারটিতে একটি বৈদ্যুতিক লোকেটার সংযুক্ত আছে। তবুও হেলিকপ্টারটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে কোস্টগার্ডের উদ্ধার দলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারটিকে খোঁজার জন্য একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তাছাড়া উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে একটি এমএইচ-৬৫ হেলিকপ্টার। তবে বাতাস ও বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।

আরআম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ