বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত-পাকিস্তান সীমান্তে কাশ্মীর অংশে নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সীমান্তের দাওয়া সেক্টরে এ ঘটনা ঘটে।

পাক সেনাবাহিনীর আন্ত-পরিষেবা জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি ভঙ্গ করে প্রথমে হামলা চালায় ভারতীয় বাহিনী। তার জবাবে হাজি পীর সেক্টরে ভারতীয় পোস্ট ধ্বংস করে তারা। ওই হামলায় দুই জন সেনাসহ তিন ভারতীয় সেনা নিহত হয়।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, পার্বত্য অঞ্চল দেবা এলাকায় দুই জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

তবে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ভারত শাসিত কাশ্মীরের রামপুর সেক্টরে লাইন অব কন্ট্রোল বরাবর গুলিতে ভারতীয় এক সেনা কর্মকর্তা এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ভারতকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করে নিন্দা জানিয়েছেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অঞ্চলে শান্তি বিঘ্নিত করছেন বলে অভিযোগ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ