বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


মুসলমানদের নিপীড়নের জন্যই এনপিআর করা হচ্ছে: অরুন্ধতী রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পর করা হচ্ছে জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর)। এই এনপিআর নিয়ে ভারত সরকারের কড়া সমালোচনা করলেন দেশটির প্রখ্যাত লেখিকা ও বুদ্ধিজীবী অরুন্ধতী রায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল বুধবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে সরকারের কড়া সমালোচনা করেন অরুন্ধতী রায়।

প্রখ্যাত এই লেখিকা বলেন, ‘মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহার করতেই এনপিআর করা হচ্ছে।’

ভারত সরকার উত্তরপ্রদেশের পুলিশ মুসলিমদের ওপর হামলা ও নিপীড়ন চালাচ্ছে অভিযোগ করে অরুন্ধতী রায় বলেন, উত্তরপ্রদেশে মুসলিমদের ওপর হামলা চলছে। পুলিশ ঘরে ঘরে ঢুকে অবাধে লুটপাট চালাচ্ছে।

এনপিআরে ভুল তথ্য দিয়ে প্রতিবাদে শামিল হতে আহ্বান জানিয়ে এই বুদ্ধিজীবী বলেন, প্রথমেই এর বিরোধিতা করুন, এনপিআর করতে দেবেন না, প্রয়োজনে এনপিআরের সময়ে ভুল তথ্য এবং ঠিকানা দিয়ে এর বিরোধিতা করুন। যখন ওরা আপনার বাড়িতে এনপিআরের জন্য তথ্য সংগ্রহে যাবেন এবং আপনার নাম জিজ্ঞাসা করবেন, আপনি তখন ওদের কাছে ভুল নাম বলুন। ঠিকানা চাইলে বলুন ৭, এতে ভালো রকমের বিভ্রান্তি তৈরি করা যাবে।

অরুন্ধতী বলেন, মনে রাখবেন আমরা এখানে লাঠিপেটা বা গুলি খাওয়ার জন্যে জন্মগ্রহণ করিনি। দেশে ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও সরকার এনআরসি এবং সিএএ-র নিয়মকে এনপিআরের মাধ্যমে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।

মোদির সমালোচনা করে অরুন্ধতী রায় বলেন, দিল্লিতে নিজের সভায় মোদি মিথ্যা বলেছেন। মোদি বলেছেন- ‘এনআরসি প্রয়োগ করার বিষয়ে কেন্দ্রীয় সরকার কখনো কিছু বলেনি এবং দেশে কোনো আটক শিবির নেই।’ তিনি জেনেশুনেই মিথ্যা বলেছেন। কারণ, তিনি জানেন যে তার মিথ্যা ধরা পড়বে। তিনি মিথ্যা বলেছেন কারণ তার হাতে সংবাদমাধ্যম রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ