বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


তুরস্কে নৌকাডুবিতে বাংলাদেশিসহ ৭ অভিবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসীদের বহনকারী একটি নৌকা তুরস্কের পূর্বাঞ্চলের লেক ভ্যানে ডুবে সাতজন মারা গেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত তিনটায় এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নর অফিসের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

গভর্নর অফিস থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় পতিত নৌকাটি তুরস্কের উত্তরে ইরান সীমান্ত সংলগ্ন আদিলসেভাজ জেলার দিকে যাচ্ছিল। ওই নৌকায় আরোহী ছিলেন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অভিবাসীরা।

এ হ্রদটি ইরান সীমান্তের কাছে অবস্থিত। সেখান থেকে অভিবাসীরা প্রায়ই ইউরোপে যাওয়ার জন্য তুরস্কে প্রবেশ করেন। দুর্ঘটনার পর ৬৪ জনকে উদ্ধার করে কাছের হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

তবে এই নৌকার আরোহীদের গন্তব্য এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা গ্রিসের দিকে যাচ্ছিলেন। কতজন বাংলাদেশি ওই নৌকায় আরোহী ছিলেন, তা এখনও জানাতে পারেনি কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ