আবদুল্লাহ তামিম।।
মুসলিম বিশ্বের ঐক্যে ওআইসিকে জোরদার ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে সৌদি মন্ত্রিসভা।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এর বরাতে আল-আরাবিয়া ডটনেট জানায়, গতকাল মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রি পরিষদ বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সভাপতিত্বে একটি জরুরি বৈঠক করেন। বৈঠকে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) কে ইসলামী বিশ্বের জন্য ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসেবে জোরদার ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে।
এসপিএ আরো জানায়, বাদশাহ সালমান বৈঠকে বলেন, ১৯৬৯ সালে ওআইসির প্রতিষ্ঠার পর থেকে যৌথভাবে মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে জোরদার ভূমিকা পালন করে আসছে। তিনি এ পদক্ষেপকে আরও জোরদার করার আহ্বান জানান।
মন্ত্রিসভার আলোচনায় আরো বলা হয়েছে, মুসলিম জাতির স্বার্থ অর্জনের লক্ষ্যে সদস্য দেশগুলির পাশাপাশি সংগঠনের সদর দফতরকে সমর্থন ও সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি। সৌদি আরব ভিশন ২০৩০ লক্ষ্য অর্জন নিশ্চিত করতে তার অর্থনৈতিক সংস্কার অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
আল-আরাবিয়া ডটনেট থেকে আবদুল্লাহ তামিম
-এটি